parbattanews

দুর্গাপূজার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে: পার্বত্যমন্ত্রী

অসাম্প্রদায়িক চেতনার কথা বললেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানের সকল মানুষের মাঝে সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

 শুক্রবার (২৩অক্টোবর) বান্দরবানে পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী পূজা মন্ডপে আসলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান মন্দিরের নেতৃবৃন্দ। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটেন। প্রতি বছরের ন্যায় ভাতৃত্ব ও সম্প্রীতির মধ্যদিয়ে এ উৎসব পালন হবে বলেও আশা করেন তিনি। মন্ডপ পরিদর্শনকালে আয়োজকদের বিভিন্ন উদ্যোগ ও স্বাস্থ্যবিধি মেনে চলায় সন্তোষ প্রকাশ করেন পার্বত্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব আলম, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অমল কান্তি দাশ, কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষীপদ দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর, কাউন্সিল অজিত কান্তি দাশ।

Exit mobile version