parbattanews

দুর্গোৎসবকে সামনে রেখে সকলকে সতর্ক থাকতে হবে: লে. কর্ণেল কাজী শামশের

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

দুর্গোৎসবকে সার্বজনীন করতে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি বলেছেন, দুর্গাপূজাকে সামনে রেখে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন নাশকতার মতো অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

দুর্গোৎসবকে সাম্প্রায়িক সম্প্রীতির মিলনক্ষেত্রে পরিণত করারও আহ্বান জানান তিনি।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে জোন নিয়ন্ত্রিত এলাকার হেডম্যান-কার্বারীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা ও নিরাপত্তা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না জানিয়ে লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি বলেন, যারা পাহাড়ে শান্তি বিনষ্ট করার চেষ্ঠা করবে তাদেরও কোন প্রকার ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সঠিক তথ্য দিয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগীতা করার আহ্বান জানান তিনি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে একসাথে বসবাস করারও আহ্বান জানান তিনি।

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী, মাটিরাঙ্গা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী কমল ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, শিক্ষক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version