parbattanews

দুর্নীতি করলে আইনি ব্যবস্থা: উপজেলা সম্প্রসারিত ভবন উদ্বোধনে দীপংকর তালুকদার

কাপ্তাই নতুন উপজেলা সম্প্রসারণ ভবন ও হলরুম উদ্বোধন করছেন দীপংকর তালুকদার এমপি

রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, যে কোন দলে দূর্নীতি ও অনিয়ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেয়া হবেনা। বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশ তথা পার্বত্যঞ্চলে উন্নয়ন করে চলেছে। আওয়ামী লীগ সরকার দেশের মধ্যে সকল ধরণের ভাতা চালু করেছে। উন্নয়নের মডেল অনুযায়ী দেশ অনেকদূর এগিয়ে চলছে। আমাদের এ দেশকে সোনার বাংলা হিসাবে দেখতে চাইলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এলজিইডির ৪কোটি ৬০লাখ টাকা অর্থায়নে কাপ্তাই উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম শুভ উদ্বোধনকালে রাঙ্গামাটি জেলা সাংসদ দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গলবার (১অক্টোবর) সকল ১১টায় এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের পুরস্কার পেয়েছে আশাকারি আগামিতে নোভেল পুরস্কারও পাবেন। প্রধান অতিথি দীপংকর তালুকদার এ সময় বিএনপির আমলের বিভিন্ন অনিয়ের কথা তুলে ধরেন।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হকের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুৃ তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই অতিরিক্ত পুলিশ সার্কেল জুনায়েত কাউসার, জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী প্রমুখ।

দীপংকর তালুকদার এমপি এর পূর্বে কর্ণফুলী সরকারি কলেজ ২কোটি ২০লাখ টাকা ব্যয়ে ভাঙ্গন রোধ ধারক দেওয়াল কর্ণফুলী নদী হতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গন রোধে প্রতিরক্ষামূলক পানি উন্নয়ন বোর্ডের ৭কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্প উদ্বোধন করেন। নতুন ভবন উদ্বোধনকালে বিভিন্ন সরকারি / বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version