parbattanews

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরতদের ন্যায্য দাবি আদায়ে স্মারকলিপি প্রদান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্ত কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নীতকরণ, উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ, সকল কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন, অধিদপ্তরের সকল শুন্যপদে পদোন্নতি বা চলতি দায়িত্ব এবং নিয়োগের মাধ্যমে প্রেরণ অন্যতম বলে উল্লেখ করা হয়েছে।

এ সময় পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, দীঘিনালা প্রকল্প কর্মকর্তা মো. আব্দুস সালামসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন

Exit mobile version