parbattanews

দু’ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ৪ কাঠুরিয়া

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলায় অপহৃত ৪ কাঠুরিয়াকে অপহরণের দু দিন পার হয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার(২৬ জানুয়ারি)রাত পর্যন্তও তাদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি।

তবে,অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনী সাড়াষি অভিযান পরিচালনা করছে বলে সূত্র জানিয়েছে।

এর আগে সন্ত্রাসীরা শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে চার কাঠুরিয়াকে অপহরণ করে।

অপহৃতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার জমির হোসেন(৪০), মো. আনসার আলী (৩৫) বালঘাটা এলাকার মো. নুরুল আলম (৫০), চান্দনাইশের আহম্মদ কবির (৪৫)।

স্থানীয়রা জানায়, ৪ কাঠুরে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা এলাকায় গাছ কাটতে গেলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা কাঠ ব্যবসায়ীর মুঠোফোনে আড়াই লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এখনো তাদেরকে উদ্ধার করা যায়নি।

Exit mobile version