দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

fec-image

করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে।

জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ থেকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।

এরই অংশ হিসেবে শনিবার (২৩ মে) সকালে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন।

এ সময় অসহায় হতদরিদ্র পরিবারের হাতে এসকল খাদ্য সামগ্রী তুলে দেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. শরিফুল ইসলাম ।

বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে মূলত আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে বাংলাদেশ সেনাবাহীনির পক্ষ হতে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করছি।

এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশী ফেস মাক্স পরিধান করতে জনসাধারণকে প্রেরণা প্রদান করেন তিনি।

আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রীর এ উপহার পেয়ে সেনাবাহিনীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এ সকল পরিবারের সদস্যগণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, বান্দরবান, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন