parbattanews

দূর্গা বিসর্জন দিতে গিয়ে পানছড়িতে পানিতে তলিয়ে যাওয়া শিশু লিখনের মরদেহ উদ্ধার

DEAD BODY

পানছড়ি প্রতিনিধি।

জেলার পানছড়ি উপজেলায় দূর্গা বিসর্জন দিতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া শিশু লিখনের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল তিনটার দিকে মা-বাবার সাথে লিখন আদি ত্রিপুরা পাড়া দূর্গা মন্দির এলাকা হইতে লতিবান চেংগী নদী ঘাটে প্রতিমা বিসর্জন আনন্দের ভাগীদার হতে গিয়ে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। বিসর্জনে আসা শত শত দর্শনার্থীদের খোঁজাখুঁজি ব্যর্থ হয়ে বড় জাল ফেলেও কোন সন্ধান পাওয়া যায়নি শিশুটির। অবশেষে দীর্ঘ উনত্রিশ ঘন্টা চেষ্টার পর রবিবার রাত সাড়ে নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির জেঠা নীল রঞ্জন ত্রিপুরা ঘটনাস্থল থেকে প্রায় একশত হাত দুরে পানির তলদেশ থেকে তার রক্তমাখা দেহ উদ্ধার করে। এ ঘটনায় আদি ত্রিপুরা পাড়া শিশুটির নিজ বাড়িতে নেমে আসে শোকের মাতম। একমাত্র বুকের ধনকে হারিয়ে মা প্রীতি ত্রিপুরা ও বাবা সমুন ত্রিপুরা বার বার মূর্ছা যাচ্ছিলেন। তাদের বুকফাটা আত্মচিৎকারে এলাকার পরিবেশ হয়ে উঠছে ভারী।

এ সময় লিখনকে এক নজর দেখতে আসা দর্শনার্থীরাও অশ্রু ধরে রাখতে পারেনি। পানছড়ি থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মোড়ল সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version