parbattanews

দূর্নীতি মামলায় আটক নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমার জামিন না মঞ্জুর

rangamati-pic-19-10-16-copy

রাঙামাটি প্রতিনিধি:

দূর্নীতির মামলায় আটক রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমার জামিন না মঞ্জুর করেছে আদালত। বুধবার তাকে রাঙামাটি আদালতে নেয়ার পর জামিন চাওয়া হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা বেগমের আদালত জামিন না মঞ্জুর করে ট্রায়াল কোর্টে প্রেরনের নির্দেশ দেন।

এর আগে তাকে দুপুর ১২টায় রাঙামাটি কোতয়ালী থানা থেকে রাঙামাটি আদালতে আনেন পুলিশ ও দুদক কর্মকর্তারা।

রাঙামাটি দুদকের পরিদর্শক মো: নিজাম জানান, আটক সুকোমল চাকমা ২০১৪ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ অথরাইজ অফিসারের দায়িত্বে থাকাকালীন স্বাক্ষর জালিয়াতি করে নকশা অনুমোদনের অভিযোগে তার বিরুদ্ধে গত ১৮ অক্টোবর রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করে দূর্নীতি দমন কমিশন (দুদক)।  সে মামলায় গতকাল (মঙ্গলবার) রাতে সুকোমল চাকমাকে রাঙামাটি শহরের টেক্সটাইল মার্কেট থেকে আটক করে রাঙামাটি দুদক।

এরই প্রেক্ষিতে বুধবার তাকে আদালতে তোলার পর জামিন চাওয়া হলে জামিন না মঞ্জুর করে কোর্টে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

Exit mobile version