parbattanews

দেবোত্তর ব্যবস্থাপনা আইন বাতিলের দাবীতে খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায়ের মানব বন্ধন

মোঃ নুরুচ্ছাফা মানিক; খাগড়াছড়ি॥
ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী দেবোত্তর ব্যবস্থাপনা আইন ২০১৩এর (খ) তফসিল বাতিলের দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচী পালন করে হিন্দু ধর্মাবলম্বীরা। বিকাল সাড়ে ৩টায় পৌর শহরের শাপলা চত্ত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কান্তি ভট্টাচার্য্য, খাগড়াছড়ি জেলা জর্জ আদালতের আইনজীবি এ্যাড. বিধান কানুনগো(পিপি), এ্যাড. রতন কুমার দে, সমাজকর্মী সুদর্শন দত্ত, শ্রী শ্রী কালীশ্মরী মন্দিরের সভাপতি ধনা সেন, শ্রী শংকর এা সারথী আশ্রমের সভাপতি শিব শংকর, সনাতন ছাত্র যুব পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি প্রভাত তালুকদারসহ প্রমুখ।

বক্তারা বলেন, দেবোত্তর ব্যবস্থাপনা আইন ২০১৩ বিল পাশ হলে “ধর্ম যার যার- রাষ্ট্র সবার” এই কথাটি আর বলা যাবে না. তখন বলতে হবে রাষ্ট্রীয় ধর্মই সকল জাতিসত্তার ধর্ম। বাংলাদেশের মতো একটি অসম্প্রাদায়িক রাষ্ট্রে ধর্ম নিয়ে এমন বাড়াবাড়ি করার ফলাফল ভাল হবেনা হুশিয়ারী ইঙ্গিত করেন। এই আইন সংসদে পাশ করার পূর্বে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সরকারকে আলোচনা করার অনুরোধ জানান বক্তারা।

মানব বন্ধন কর্মসূচী শেষে হিন্দু মঠ-মন্দির ও সংগঠনগুলোর নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। মানব বন্ধনে খাগড়াছড়ি জেলা সদরের ১৭টি মঠ-মন্দির ও সামাজিক সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য ও হিন্দু ধর্মাবল্মবী নর-নারীরা অংশ নেয়।

Exit mobile version