দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

pic 1

খাগড়াছড়ি প্রতিনিধি:
‘জাগ্রত হোক বিবেক-মানবতাবোধ, প্রতিষ্ঠিত হোক সুশাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে চলমান শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)।

বৃহস্পতিবার বেলা ১২টায় বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের উদ্বোধন করেন প্রফেসর মধুমঙ্গল চাকমা (সনাক) সদস্য আবুল কাশেম, এমএ মর্তুজা পলাশ ও টিআইবি’র এরিয়া ম্যানেজার অহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা জনসাধারণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহবান জানান। পাশাপাশি দুর্নীতি বিরোধী ও দেশাত্মবোধক গান পরিশেন এবং শ্লোগান প্রচারের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকারক দিকসমূহ তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন