parbattanews

এবার দেশরক্ষায় হাতে অস্ত্র তুলে নিলেন মিস ইউনিভার্স ইউক্রেন

এবারে রাশিয়ার সামরিক অভিযান থেকে নিজ মাতৃভূমিকে রক্ষায় ইউক্রেনে হাতে অস্ত্র তুলে নিয়ে দেশটির সাবেক মিস ইউক্রেন-২০১৫ বিজয়ী আনাস্তাসিয়া লেনা।

এর আগে কিরা রুদিক নামে একজন নারী সংসদ সদস্যকেও দেশ রক্ষায় নিজের হাতে অস্ত্র তুলে নিতে দেখা গেছে। সম্প্রতি, এই মিস ইউক্রেন তার টুইটার অ্যাকাউন্টে অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন। ধারণা করা হচ্ছে, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে ছবিটি তুলেছিলেন।

বিশ্বের অন্যতম শক্তিধর সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার আহ্বানে সাড়া দিয়ে পুরুষের পাশাপাশি হাজারো নারীরা হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে।

দেশটিতে প্রায় ৩৬ হাজার অস্ত্র চালনায় প্রশিক্ষিত নারী সদস্য রয়েছে। বিশ্বের অন্যতম সশস্ত্র শক্তিশালী নারী বাহিনীর অধিকারীও ইউক্রেন। বহু পরিবার নিজেদের ছেলে সন্তানের পাশাপাশি কন্যা সন্তানকেও যুদ্ধে পাঠাচ্ছে। যেকোনো মূল্যে রুশ আগ্রাসন থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষায় সর্বদা প্রস্তুত তারা্

সূত্র: বিডিনিউজ

Exit mobile version