parbattanews

দেশের চালিকা শক্তি যুবকরাই

লংগদু  প্রতিনিধি:

‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষ্যে রাঙ্গামাটির লংগদু উপজেলায় যুব দিবসের র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার(১ নভেম্বর) সকাল দশটায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদরে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, যুবকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। যুবকরা যথাযথ প্রশিক্ষিত হয়ে তাদের মেধা ও শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন হবে। তাই, যুবকদের জন্য বাস্তব ও কর্ম-পরিকল্পনামুখী উদ্যোগ নিতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদর আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান।

এছাড়া আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা হাফেজ হাজ্বী ফোরকান আহম্মেদ।

Exit mobile version