parbattanews

দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রাখছে: পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছে। শুধু পোশাকের পরিবর্তনই নয়, অন্যান্য বাহিনীর মতো এই বাহিনীকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ অক্টোবর) সকালে বান্দরবানের একটি কনভেনশন সেন্টারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন মন্ত্রী

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৯ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই-সাইকেল, ক্রোকারিজ ও ছাতাসহ বিভিন্ন প্রকারের পুরস্কার সামগ্রী তুলে দেন পার্বত্যমন্ত্রী।

সমাবেশে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সভাপতিত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের উপ-মহা পরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, পুলিশ সুপার সৈকত শাহীন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মো. নুরু জ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

YouTube video player

Exit mobile version