parbattanews

দেশের প্রথম ওয়াকিটকি নেটওয়ার্কিংয়ের আওতায় কক্সবাজার পৌরসভা

দেশের প্রথম ওয়াকিটকি নেটওয়ার্কিংয়ের আওতায় এসেছে কক্সবাজার পৌরসভা। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ভার্চু্য়াযল মিটিংয়ে ওয়াকিটকি নেটওয়ার্কিং সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

নাগরিক সেবার মান আরও বাড়াতে কক্সবাজার পৌরসভার প্রকৌশল শাখা ও কঞ্জারভেন্সিসহ অন্যান্য সেবার মানোন্নয়নে ওয়াকিটকি নেটওয়ার্কিং সার্ভিস উদ্বোধন হয়েছে, যা দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম।

পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হেলালুদ্দীন আহমেদ বলেন, আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরত কাজ করে চলেছেন। সেই লক্ষ্যে কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যে তিনটি সিটি কর্পোরেশনের সাথে কক্সবাজার পৌরসভার উন্নয়নেও জাইকার ৪শ’ কোটি টাকা একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান সিনিয়র সচিব। তারই ধারাবাহিকতায় পর্যটকসহ পৌরবাসীর সেবার মান বাড়াতে কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওয়াকিটকি সার্ভিস উদ্বোধন করেন। যা দেশের অন্যান্য পৌরসভাগুলোর মধ্যে প্রথম।

এদিকে ওয়াকিটকি নেটওয়ার্কিং সার্ভিস শুভ উদ্বোধনের মধ্যদিয়ে মেয়র মুজিবুর রহমানের হাত ধরে আরেকটি নতুনত্ব রেকর্ড হলো কক্সবাজার পৌরসভার ইতিহাসের খাতায়।

উদ্বোধনী অনুষ্ঠানের কক্সবাজার প্রান্তে বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও এমজিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর এম.এ মঞ্জুর, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাছিমা আক্তার বকুল, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আলম, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ, মনতোষ চাকমা, বস্তি উন্নয়ন কর্মকর্তা শামীম আকতারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version