parbattanews

 দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের মেধা অর্জন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

ছাত্রছাত্রীদের নিজেকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহম্মেদ খান বলেছেন, পরিবার ও দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের মেধা অর্জন করতে হবে। মেধাহীন জাতি দেশ ও পরিবারের বোঝা হয়ে থাকবে। তথ্য প্রযুক্তির এ যুগে মেধাবীরা জায়গা দখল করে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগে কিছু করতে হলে জানতে হবে। আর জানার জন্য নতুন নতুন জায়গা ভ্রমন করে নিজের তথ্যভাণ্ডারকে সম্বৃদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) মাটিরাঙ্গার বিনোদনমুলক পার্ক জলপাহাড়ে বার্ষিক বনভোজন শেষে বিকালের দিকে মাটিরাঙ্গা থানা কমপাউন্ডে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের আন্তঃ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) মো. আবদুল আউয়াল, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনকে ঘোরাফেরার মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীদেরই একদিন দেশ ও জাতির দায়িত্ব নিতে হবে। মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। এসময় তিনি জলপাহাড়ের সৌন্দর্য বৃদ্ধির ঘোষণা দিয়ে তাদেরকে বারবার এখানে আসার আমন্ত্রণ জানান।

পরে পুলিশ লাইন্স স্কুলের আন্তঃ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহম্মেদ খানসহ আমন্ত্রিত অতিথিরা।

এসময় খাগড়াছড়ির মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশীদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ও তবলছড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াছ প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Exit mobile version