parbattanews

দেশে বর্তমানে ৬১৪ টি দৈনিক পত্রিকা রয়েছে- তথ্যমন্ত্রী

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে বর্তমানে ৬১৪ টি দৈনিক পত্রিকা ও ১১ টি এফ এম ষ্টেশন ও ১৪ টি কমিউনিটি রেডিও রয়েছে।
কক্সবাজার সাংস্কৃতি কেন্দ্রে দৈনিক ভোরের কাগজে এর আয়োজনে গনমাধ্যম ও সাম্প্রতিক বাস্তবতা শীর্ষক সেমিনারে এ কথা বলেছেন তিনি। শুক্রবার রাতে অনুষ্টিত সেমিনারে প্যানেলে ছিলেন,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান,তথ্য কমিশনার অধ্যাপক ড.সাদেকা হালিম,সময় টেলিভিশনের সিইও আহমেদ জোবায়ের,বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কক্সবাজারের প্রবীন সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু।

অনুষ্ঠান সঞ্চালনা করছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

Exit mobile version