parbattanews

দেড় কোটি টাকার জব্দকৃত মাদক ধ্বংস ৪৩ বিজিবির

খাগড়াছড়ির রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিভিন্ন সীমান্তে জব্দকৃত এক কোটি ৬২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) রামগড়ের পার্শ্ববর্তী ভুজপুরের বাগানবাজার হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, বিভিন্ন সময় রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ফটিকছড়ি ও মীরেরসরাই উপজেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকারের এ মাদকদ্রব্য জব্দ করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের রয়েছে, ৭ হাজার ২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ পিস ভারতীয় বিয়ার ক্যান, এক হাজার ৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ হাজার ৮৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০৯ কেজি ৩৬ গ্রাম ভারতীয় গাঁজা, ২০৮ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিম সোলাইড ট্যাবলেট। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, বিজিবির গোয়েন্দা ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের গ্রুপ কমান্ডার লে. কর্নেল মো. সুরুজ মিয়া, বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের (চট্টগ্রাম) পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. সফিকুর রহমান, ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ, ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ খান, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মিরেরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন প্রমুখ।

Exit mobile version