parbattanews

দৈনিক ইত্তেফাক এর ৬৪ বছরে পদার্পণে রাঙামাটিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা ৬৪ বছর পর্দাপণ উৎসব রাঙামাটিতে পালিত হয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

ইত্তেফাক রাঙামাটি জেলা প্রতিনিধি একেএম মকছুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদুল্লাহ, জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বিএনপি নেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, স্বাধীনতার পূর্ববর্তী সময়ের সাহসী পত্রিকা ছিলো ইত্তেফাক। ইত্তেফাক স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানোর মাধ্যমে বাঙ্গালী জাতির বিজয় এনে দিয়েছিলো। চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে পার্বত্য অঞ্চলের সঠিক ও সত্য সংবাদ সাহসিকতার সাথে ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করে আসছি। যতদিন বেঁচে থাকবো এভাবেই পার্বত্য চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন, সম্ভবনা, কৃষ্টি কালচারসহ বিভিন্ন বিষয়ে সত্য সংবাদ জনগণের কাছে তুলে ধরবো। তিনি বলেন, ইত্তেফাক পত্রিকা সবসময় সত্য লেখার সাহস রাখে আগামীতেও রাখবে।

এর আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটির কর্মরত সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন সংস্থা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের নেতৃবিন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version