parbattanews

দৈনিক সাঙ্গুর ৬ষ্ঠ বর্ষে পদার্পন ও দৈনিক প্রিয় চট্রগ্রামের শুভ যাত্রা উপলক্ষ্যে বাইশারীতে আনন্দ র‌্যালী

11

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৃহত্তর চট্রগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পন ও দৈনিক প্রিয় চট্রগ্রামের শুভ যাত্রা উপলক্ষে বর্ণাট্য আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার সকাল ১০টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি  বের হয়ে বাইশারী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মিলিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আলম।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখা ব্যবস্থাপক আনোয়ার কামাল, প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আলম, উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল লতিফ, উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা এম.কে রাশেদ, ছাত্রদল সভাপতি মো. জসিম উদ্দীন, প্রিয় চট্রগ্রাম এর প্রতিনিধি মফিজুর রহমান, সমাজ সেবক মো. আলম, মাওলানা মমতাজ উদ্দীন, ওসমান ফকির, ব্যবসায়ী শহিদুল্লাহ, তরুণ নেতা শহিদুল্লাহ,আব্দুল গফুর প্রমূখ।

এছাড়া র‌্যালিতে উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য লোক অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে বাইশারী হাই স্কুল মাঠে দৈনিক সাঙ্গু প্রতিনিধি আব্দুল হামিদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখা ব্যবস্থাপক আনোয়ার কামাল।

Exit mobile version