parbattanews

দোসরাই একুশে আগস্ট গ্রেনেড হামলার মুল হোতা

রাঙ্গামাটি প্রতিনিধি:

১৯৭৫ সালে যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তাদের দোসরাই একুশে আগস্ট গ্রেনেড হামলার মুল হোতা। বুধবার বিকেলে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্টে নিহতদের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

এসময় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় ওই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মদের বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের মাঝে তুলে ধরতে হবে। তা হলে তারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হবে এবং অবিলম্বে একুশে আগস্টের  গ্রেনেড হামলাকারীদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে সভায় ফাঁসির দাবিও  জানানো হয়।

Exit mobile version