parbattanews

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: রাঙ্গামাটি ডিসি

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোন অনিয়ম গ্রহণযোগ্য বা বরদাস্ত করা হবে না।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সকল জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, হেডম্যান এবং কার্বারীসহ সকলকে নিয়ে আমরা একটা ভাল ও সুষ্ঠু নির্বাচন উপহার দিব ।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, হেডম্যান, কারবারি, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা করেন।

উপজেলার নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু.সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরি, হেডম্যান থোয়াই অং মারমা, ইউপি সদস্য মো: সরোয়ার। এ সময় সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Exit mobile version