parbattanews

দ্বিতীয় রাউন্ডেই থাই বক্সারকে হারিয়ে বাজিমাত বাংলাদেশের সুরো কৃষ্ণের

ব্যাংককে পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের সুরো কৃষ্ণ আগেই বলেছিলেন ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বক্সারদের একজন। তবে আজ স্বাগতিকদের সর্নরামকে সোপাকুলকে রিংয়ে ঠিকমতো দাঁড়াতেই দেননি তিনি। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে টানা সপ্তম ম্যাচ জিতে চমক দেখিয়েছেন সুরো কৃষ্ণ।

প্রথম রাউন্ডে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই শেষ হয়েছে ম্যাচ! সুরো কৃষ্ণের এক পাঞ্চেই নক আউট হয়ে যান থাই বক্সার। আর খেলার মতো অবস্থাই ছিল না।

ম্যাচ জিতে সুরো কৃষ্ণ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘থাই বক্সারকে এভাবে সহজেই হারাতে পারবো বুঝতে পারিনি। কেননা বক্সিংয়ে আগে থেকে কিছু বলা কঠিন। ৬ রাউন্ডের খেলাতে দ্বিতীয়টাতেই তাকে হারাতে পেরেছি। অনেক ভালো লাগছে। দেশের বাইরে জয় পাওয়াটা অনেক সুখকর বিষয়। এভাবে সামনের দিকেও ম্যাচ জিততে চাই।’

সুরো কৃষ্ণের পরের ম্যাচ রয়েছে ১৭ ফেব্রুয়ারি। ঢাকার বনানী মাঠে রিংয়ে তার প্রতিদ্বন্দ্বী থাকছেন ভারতের এক বক্সার। সেখানেও আশাবাদী রাঙামাটি থেকে উঠে আসা বক্সার।

Exit mobile version