parbattanews

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎ ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পানছড়ি উপজেলা বিএনপি।

শনিবার (৫ মার্চ) সকাল দশটা থেকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ আলীর সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু।

বক্তারা দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল কায়েস শিমুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: শাহজাহান প্রমুখ।

Exit mobile version