parbattanews

দ্রব্যের দাম বৃদ্ধিতে বান্দরবানে মোবাইল কোর্ট পরিচালিত

করোনাভাইরাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে বান্দরবানের মোবাইল কোড পরিচালিত হয়েছে।

রবিবার(২২ মার্চ)  বিকালে বান্দরবান বাজার ও বালাঘাটা বাজারে এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বালাঘাটা বাজারে করোনা ভাইরাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম বেশি বিক্রি করাতে ইত্যাদি স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা, শ্যামল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়েসুর রহমান সকল দোকানের মালিকগণকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য পরামর্শ প্রদান করেন।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনমনে আতঙ্ক তৈরি না করার জন্য তাদের সতর্ক করেন। না হয় পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Exit mobile version