parbattanews

দ্রুত সময়ে নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া সাড়ে ৬ হাজার রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিবে মিয়ানমার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মিয়ানমার সীমান্তে ঢেকিবুনিয়া বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে রোহিঙ্গা ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেনসহ বিজিবি ও পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, গত বছর ২৪ আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতার ঘটনায় ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তমব্রু কোনার পাড়ার নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা।

Exit mobile version