parbattanews

ধর্মীয় ও সামাজিক বন্ধন দৃঢ় করার অঙ্গীকার নিয়ে মানিকছড়িতে ‘সম্প্রীতি সমাবেশ’

সম্প্রীতি সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গিকারে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ‘সম্প্রীতি সমাবেশ’ করেছে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়ামে’ সামাজিক-সম্প্রীতি’ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এই ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উপদেষ্টা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ শাহনূর আলম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, ক্যয়জরী মহাজন, মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সজল বরণ সেন প্রমুখ।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, ভান্তে, হেডম্যান, কার্বারি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত ‘ সামাজিক সম্প্রীতি’ সমাবেশে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার করেন।

অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাও. ইউছুপ বাহার, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, খ্রিস্টান ধর্মের প্রতিনিধি সাপমারা ব্যাপ্টিষ্ট চার্চ শিমোন কুমার ত্রিপুরা পালক, রাজ জেতবন বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু ভদন্ত ক্ষেমা সারা মহাথের প্রমুখ।

Exit mobile version