parbattanews

ধর্ম যার যার, উৎসব সবার : কংজরী চৌধুরী

Ramgarh 17.4
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। পার্বত্য এলাকার পাহাড়ি বাঙ্গালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্মের , বর্ণের মানুষ সমানভাবে আনন্দ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করেছেন বৈসাবী উৎসব।

এবার খাগড়াছড়ি জেলার সর্বত্রই আনন্দে মুখরিত ছিল বৈসাবী উৎসবে। এ উৎসব ঘিরে এখানে পাহাড়ি বাঙ্গালি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার মেলবন্ধন রচিত হয়েছে। সম্প্রীতর এ বন্ধন চির অক্ষুণ্ন রাখতে হবে।রোববার রামগড়ে আনন্দ বৌদ্ধ বিহারের উদ্যোগে সাংগ্রাইং উপলক্ষে আয়োজিত চরদিনের অনুষ্ঠানের সমাপনী , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন।

আনন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি খ্যাচিংপ্রু চৌধুরির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরি, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাইন উদ্দিন খান, পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ। রামগড় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের আলোচনাসভা শেষে সাংগ্রাইং উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি আরও বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তি ও সম্প্রীতি। শান্তি, সম্প্রীতি বজায় থাকলে এলাকার উন্নয়ন যেমন হবে, নানা উৎসবও হবে আনন্দমুখরিতভাবে। তাই শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

Exit mobile version