parbattanews

ধর্ষণের অভিযোগে রুমা সদর ইউনিয়নের চৌকিদার আটক

বান্দরবানের রুমা সদর ইউনিয়নের চৌকিদার অংক্যসিং মারমা (৩৭) কে এক নারীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় রুমা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুরে রুমা চড় পাড়ার জনৈক খামারে অংশৈপ্রু মারমা কাজ করার সময় অংক্যসিং মারমা বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামার বাড়িতে নিয়ে যায়। পরে পাশের সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে। তবে ঘটনার ২১ দিন পর ভুক্তভোগী গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে রুমা থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করেন।

অভিযুক্ত ধর্ষক অংক্যসিং মারমা পেশায় রুমা সদর ইউনিয়নের বেতনভাতা ভোগী চৌকিদার হিসেবে কাজ করেন।

উল্লেখ্য, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত ধর্ষক দুইজনের বাড়ি রুমাচড় পাড়ার বাসিন্দা এবং উভয়ে বিবাহিত ও তাদের নিজ নিজ সংসারে সন্তানও রয়েছে।

পরে এ অভিযোগে রুমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত অংক্যসিং মারমাকে আটক করে রুমা থানায় নিয়ে আসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রুমা থানায় ধর্ষণের মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

Exit mobile version