parbattanews

ধর্ষণের প্রতিবাদ জানালো রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা

ধর্ষণের প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা

সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে সবখানে নারী ও শিশুর প্রতি নির্যাতন চলছে। ধর্ষণ ও যৌন হয়রানি ছাড়াও অ্যাসিড আক্রমনসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছেন তারা। পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও নিরাপদ নয় নির্যাতনের শিকার হওয়া নারী ও শিশু।

বক্তরা আরও বলেন, দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছেন। এর মূল কারণ, নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন না করার দৃষ্টিভঙ্গি ও আচরণ। আদিকাল থেকেই আমাদের দেশে ও সমাজে নারীকে অধস্থন অবস্থানে দেখে বলেই এমনটা সম্ভব হচ্ছে।

সমাবেশে বক্তারা নারী ও শিশুর ওপর ধর্ষণসহ সবধরনের অত্যাচার বন্ধের আহ্বান জানান এবং নির্যাতন বিরোধী শ্লোাগান দেন।

বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রেন্সিপাল), তুষার কান্তি বড়ুয়া, ছাত্র দীপংকর দে, মো. সাইফুল, অংসী মারমা, মঈনুদ্দীন হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষার্থী।

Exit mobile version