parbattanews

ধার্মিকতা না থাকলে পৃথিবী থেকে সভ্যতা বিলুপ্ত হয়ে যেতো: দীপংকর তালুকদার

Kawkhali News pci copy

কাউখালী প্রতিনিধি:

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, প্রকৃত ধার্মিকরা কখনো অন্য ধর্ম কিংবা গোষ্ঠির ক্ষতিসাধন করতে পারে না। ধার্মিকতা না থাকলে পৃথিবী থেকে সভ্যতা বিলুপ্ত হয়ে যেতো। ধর্মের ভয় আছে বলেই প্রতিটা জাতি এত উন্নত। শুক্রবার সন্ধ্যায় কাউখালী শ্রী শ্রী গীতা মন্দির আয়োজিত ২দিন ব্যাপী ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বড়ডলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ম উত্তরায়ন সংক্রান্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মসভার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আনোয়ারা ওঁকারেশ্বরী গীতাশ্রমের সাধক শ্রীমৎ স্বামী মহাব্রতানন্দ অবদূত (মানিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, ত্রিদীব কান্তি দাশ, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কলমতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ধর্মীয় আলোচক শ্রী কল্পতরু ভট্টাচার্য্য।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মসভা উদযাপন কমিটির সভাপতি টুন্টুলাল দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি সাহা প্রমূখ।

Exit mobile version