parbattanews

ধুমনীঘাট তীর্থ যাত্রীদের মাঝে সুপেয় পানি সরবরাহ করায় প্রশংসিত মহালছড়ি জোন

image-0-02-06-8044a10e5346f3e23d015f49900b6060428887c421d426fd713a900e1ef9f480-V copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি আর্মি জোন কর্তৃপক্ষ এলাকার ধুমনীঘাট ত্রিপুরা পাড়ার ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উপলক্ষে আগত তীর্থযাত্রী ধর্মপ্রাণ নরনারীদের মাঝে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ করায় বিষয়টি এলাকার সর্বস্তরের জনগণের নিকট প্রশংসিত হয়েছে।

সংবাদ বিবরণে জানা যায় প্রতি বছর এ পূণ্য তিথিতে মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় অবস্থিত আলোকিক জলাধারে সনাতন ধর্মীয়দের বারুণী স্নান উৎসব ও দিনব্যাপী মহানাম মহোৎসব উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয় এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় আর এক্ষেত্রে দীর্ঘকাল যাবত বিরাজ করছিল পানিয়জলের সংকট।

মানুষজনের এ ব্যাপারটা অনুধাবন করে মহালছড়ি জোন কর্তৃপক্ষ এবার ওই অনুষ্ঠানে পর্যাপ্ত সূপেয় পানি সরবরাহ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Exit mobile version