parbattanews

ধ্বসে পড়া বেইলী ব্রিজ মেরামত না হওয়ায় খাগড়াছড়ি-রাঙামাটির সড়ক যোগাযোগ দ্বিতীয় দিনের মত বিচ্ছিন্ন

Khagrachari Pic 05 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালায় অতিরিক্ত কাঠ ভর্তি ট্রাকসহ ধ্বসে পড়া বেইলী ব্রিজ মেরামত না হওয়ায় দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে লংগদুতে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের ত্রাণ সরবরাহে বিঘ্ন সহ হাজারো মানুষ যাতায়াতে দূর্ভোগের শিকার হচ্ছে।

রবিবার রাত পৌনে ৮টার দিকে মেরং-এর চৌংড়াছড়িতে কাঠ লোড করে খাগড়াছড়ি ছেড়ে আসার সময় অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি ব্রিজের উপর উঠা মাত্র ট্রাকসহ বেইলী ব্রিজটি ধ্বসে খালে পড়ে যায়। এতে খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙামাটির লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ দিকে ধ্বসে পড়া বেইলী ব্রিজটি মেরামত না হওয়ায় লংগদুতে সম্প্রতি দৃর্বৃত্তদের আগুনে দেওয়া ক্ষতিগ্রস্ত পাহাড়িদের মধ্যে ত্রান সরবরাহ ও প্রশাসনিক কর্মকর্তাদের যাতায়াতে বিঘ্ন হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, ধ্বসে পড়া বেইলী ব্রিজটি সচল করতে আরও কয়েক দিন সময় লাগবে।

Exit mobile version