parbattanews

নখের সাদা দাগ যেসব রোগের লক্ষণ বহন করে!

লাইফ স্টাইল ডেস্ক:

হাতের নখে মাঝে মাঝেই সাদা সাদা দাগ দেখা দেয়। অনেকেরই ধারণা, শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়, তখন লক্ষণ হিসেবে নখে এরকম সাদা সাদা দাগ দেখা দেয়।

তবে বিশেষজ্ঞদের মতে, নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এমন সাদা দাগ দেখা দেয়। সাদা দাগ প্রথমে নখের শেষ ভাগ থেকে দেখা দিতে শুরু করে।

ক্রমশ তা সামনের দিকে দেখা যায়। নখের সাদা দাগ যদি পুরো নখেই দেখা যায়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পুরো নখে সাদা দাগ ছড়িয়ে পড়াটা আপনার লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগের লক্ষণ হতে পারে। এ ছাড়া রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলেও দেখা দিতে পারে এমন দাগ।

Exit mobile version