parbattanews

নতুন নতুন পাড়াবন সৃষ্টির মাধ্যমে হারানো প্রকৃতি ফিরিয়ে আনতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

দীঘিনালা প্রতিনিধি:

পার্বত্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন,  নতুন নতুন পাড়াবন সৃষ্টি  এবং পাড়াবন রক্ষার মাধ্যমে  হারানো প্রকৃতি ফিরিয়ে আনতে হবে তিনি আরও বলেন,  এক সময় এসব নদী ছড়ায় প্রচুর পরিমানে, শামুক, কাকড়া এবং মাছ পাওয়া যেত কিন্তু বন উজাড় এবং প্রাকৃতিক পরিবেশ নষ্টের ফলে পরিবেশ ভারসাম্য হীনতার কারণে ছড়ানদীতে মাছ, কাকড়া শামুক পাওয়া যায় না। পাড়াবাসী সবাই মিলে  হারানো প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

রবিবার(২৬ আগস্ট) পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি, ইউএনডিপি-সিএইচটিডিএফ এর সহযোগিতায় ” পাড়াবনের আওতাভুক্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ উপলক্ষে বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

অনুদান বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য  এ্যাডভোকেট আশুতোষ চাকমা, মিজ শতরুপা চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন চাকমা, ইউএনডিপি”র জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্যোতির্ময় চাকমা প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নুনছড়ি মৌজার বাধন কুমার কার্বারী পাড়ার কবিতা ত্রিপুরার হাতে নগদ সাত হাজার টাকা তুলে দিয়ে অনুদান বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় কবাখালী ইউনিয়নে ৮শত ৪৪ পরিবার এবং বাবুছড়া ইউনিয়নের ৩শত ৫৩ পরিবারসহ মোট ১ হাজার ১শত ৯৭ পরিবারের মাঝে ৮৩ লক্ষ ৭৯ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

Exit mobile version