parbattanews

নতুন প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীন উদ্ভাস্ত পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মান সম্মত শিক্ষক গড়ে তোলার মাধ্যমে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। পার্বত্যাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

তিনি বুধবার দুপুরে খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতিশ্রুতি অনুয়ায়ী খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) স্থাপিত হয়েছে।

খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিনটেনডেন্ট মতিলাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা।

পরে পিটিআই’র প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় প্যারেড ও শারীরিক বিভিন্ন প্রদর্শনী উপভোগ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কারও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

Exit mobile version