parbattanews

নতুন বই পেয়ে পানছড়ির ক্ষুদে শিক্ষার্থীদের উল্লাস

বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। বই হাতে পেয়েই দারুণ খুশী ক্ষুদে শিক্ষার্থীরা। সবাই মেতে উঠেছে আনন্দ আর উল্লাসে। নতুন বইয়ের গন্ধে উচ্ছাসিত বলে জানালেন চতুর্থ শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী রোজা ও তার সহপাঠিরা। বছরের শুরুতেই পড়ালেখা শুরু করে এগিয়ে যাওয়ার স্বপ্ন তাদের।

সোমবার (১জানুয়ারি) সকাল দশটায় পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে সাজানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাজির হোসেনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, ইউআরসি ইন্সট্টাক্টর মো. নুরুল করিম, সহকারী শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা ও এডিন চাকমা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা সরকার।

Exit mobile version