parbattanews

নতুন বছরে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা রাঙামাটির প্রাথমিক শিক্ষার্থীরা

rangamati-pic-01-01-16-03-copy

নিজস্ব প্রতিবেদক:

নববর্ষের প্রথম দিনে হাতে পাঠ্য বই পেল রাঙামাটির প্রাথমিক শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা কোমলমতি শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে রাঙামাটির ১০ উপজেলায় একযোগে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এবার সরকারী প্রাথমিক শিক্ষার পাঠ্য বইয়ের পাশাপাশি রাঙামাটির ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে নিজস্ব ভাষায় বই বিতরণ করা হয়।

এবারে রাঙামাটির ১০টি উপজেলার ১ম থেকে ৫ম শ্রেণীর মোট ১লক্ষ ৩হাজার ৮শত ৮৯জন শিক্ষার্থীর মাঝে ৪লক্ষ ৯৮হাজার ৭শত ৮৯টি বই ও প্রাক-প্রাথমিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকমা, মারমা ও ত্রিপুরা তিন সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় ১২হাজার ৮শত ৩১টি অনুশীলন খাতা বিতরণ করা হয়।

রবিবার সকালে রাঙামাটি শহরের বনরূপা মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিম, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক অর্চনা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বর্তমান প্রজন্ম যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেদিকে সুনজর রাখতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দেশে জঙ্গীবাদের উত্থান প্রতিরোধ করতে সকলকে এগিয়ে  আসার আহ্বান জানান। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলতে গুরুত্বারোপ করেন।

এর আগে শহরের নিউ রাঙামাটি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, নিউ রাঙামাটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান মহসিন রানা উপস্থিত ছিলেন। এরপর শহীদ আবদুল আলী একাডেমীতে জেলা শিক্ষা কর্মকর্তা হারুনূর রশিদ, প্রধান শিক্ষক নজরুর ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

Exit mobile version