parbattanews

‘নতুন ভূমি আইন বাতিল না করলে দেশের মানচিত্র থেকে পার্বত্যাঞ্চল হারানোর ভয় থেকেই যায়’

pbcap pic copy

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ নামে একটি আঞ্চলিক সংগঠন। শনিবার সকালে রাঙামাটি সাংবাদিক ফোরাম সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এ সময় বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল পাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রোকন, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, এডভোকেট আফসার আলী, পার্বত্য শ্রমিক পরিষদের আহবাহক রাসেল ইসলাম সাগর প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ বাতিল করে রাষ্ট্রের ভূমি সম্পর্কিত প্রচলিত আইন মোতাবেক পার্বত্য চট্টগ্রামের ভূমি জরিপ করতে হবে। নতুবা বাংলাদেশের মানচিত্র থেকে পার্বত্যাঞ্চল হারানোর ভয় থেকেই যায়।

বক্তারা আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে বিতর্কিত ভূমি কমিশন আইন বাতিল করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের দেশপ্রেমীক জনগণকে সাথে নিয়ে হরতালসহ কঠোর কর্মসুচি দেয়া হবে। ফলে কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে সরকারকেই দায়-দায়িত্ব নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Exit mobile version