parbattanews

নদীগর্ভে বিলীন হচ্ছে ফেনীছড়া নদী

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

গত কয়েক দিনের টানা বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের পাশাপাশি নদীগর্ভে বিলীন হচ্ছে ফেনীছড়া নদী। ফেনীছড়া নদীর ভাঙনরোধে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখছেনা।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দেওয়ানপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় (পিলার নং ২২৩৮/৩০-এস) এর সন্নিকটে ফেনীছড়া নদীর ভাঙনের পর এবার বড় আকারে ভাঙন দেখা দিয়েছে অযোধ্যা বিওপি সংলগ্ন এলাকায়। প্রবল বর্ষণকে উপেক্ষা করে ফেনীছড়া নদীর ভাঙন রোধে আবারও এগিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবির পলাশপুর জোন)।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে ফেনী নদীর মাটি ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে ফেনী নদীতে। এ ভাঙন অব্যাহত থাকলে বাংলাদেশের একটি বড় অংশ বিলীন হয়ে যাবে। স্থানীয়রা ফেনীছড়া নদীর ভাঙনরোধে সরকারের জরুরী উদ্যোগ দাবি করেছেন।

এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, ফেনীছড়া নদীর ভাঙনের বিষয়টি জেনেই আমি সরকারের উচ্চ পর্যায়ে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুতই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্টরা।

এবিষয়ে জানতে চাইলে বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি বলেন, প্রবল বর্ষণে সৃষ্ট ভাঙনের ফলে আমাদের দেশের বিশাল অংশ নদীতে তলিয়ে যাচ্ছে। দেশের ভূমি রক্ষায় পলাশপুর বিজিবির উদ্যোগে ফেনীছড়া নদীতে ব্লক ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়েছে। তবে এটা স্থায়ী কোন সমাধান নয় বলেও মন্তব্য করে তিনি।

Exit mobile version