parbattanews

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

গোমতি নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল উর্মি ত্রিপুরা

স্কুল শেষে গোমতি নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল উর্মি ত্রিপুরা (১০) নামে এক মেধাবী শিক্ষার্থীর। শনিবার (২০ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে মাটিরাঙ্গার গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত উর্মি ত্রিপুরা গোমতির সুমন ত্রিপুরার মেয়ে। সে গোমতি ভবানীচরণ রোয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার স্কুল ছুটির পরে বাড়ির পাশে গোমতি নদীতে গোসল করতে গেলে পানির স্রোতে তলিয়ে যায় উর্মি ত্রিপুরা। এসময় নদীর পাড়ে বসে থাকা মা নদীতে নেমে বিশ মিনিট পরে মেয়েকে খুঁজে পান। তবে ততক্ষনে নিথর হয়ে গেছে মেধাবী শিক্ষার্থী উর্মি ত্রিপুরার প্রাণ।

বিষয়টি নিশ্চিত করে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বলেন, গোসল করতে গিয়ে মায়ের চোখের সামনেই নদীতে ডুবে মেধাবী শিক্ষার্থী উর্মি ত্রিপুরা মারা যায়। তার এ অকাল মৃত্যুতে সহপাঠি শিক্ষার্থীসহ তাদের বাড়িতে শোকের মাতম চলছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রওয়ানা হয়ে গেছে। সাঁতার না জানার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

Exit mobile version