parbattanews

নবগঠিত গুইমারা উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা

16441274_1481282748579952_1110548872_n copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার নবগঠিত গুইমারা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং আগামী ৬ মার্চ ভোটগ্রহণের কথা উল্লেখ রয়েছে।

বুধবার নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ১০ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২ জুন সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি’র(নিকার) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়।

জেলার রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙার গুইমারা ইউনিয়নের ২১০ বর্গ কি.মি. এলাকা নিয়ে গুইমারা উপজেলা গঠিত হয়। তিন ইউনিয়ন মিলিয়ে গুইমারা উপজেলার জনসংখ্যা আনুমানিক ৫৫ হাজার। সর্বশেষ ঘোষিত গুইমারাকে নিয়ে খাগড়াছড়ি জেলার উপজেলা সংখ্যা দাঁড়ায় নয়টিতে।

Exit mobile version