parbattanews

নবজাতকের যথাযথ যত্ন নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে- নিখিল কুমার চাকমা

রাঙামাটি.jpg ২
রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্য জেলায় মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনার পাশাপাশি নবজাতকের যথাযথ যত্ন নিশ্চিত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। এই লক্ষ্যে সরকারের পাশাপাশি অপরাপর সেবা প্রদানকারী সংস্থাকেও এগিয়ে আসতে হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত এর মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি সুস্থ্য সবল শিশুর জন্মের পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

রবিবার সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের সন্মেলন কক্ষে নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ে করনীয় বিষয়ে রাঙ্গামাটি জেলা পর্যায়ের কর্ম পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

এ ছাড়া তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর গুরত্বারোপ করার পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয় রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবজাতকের স্বাস্ত্য সেবা নিশ্চিত করার জন্য সরকারী বিদ্যমান সেবা কার্যক্রমের পাশাপাশি আগামী দেড় বছরের জন্য বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর ফলে উপজেলা ও জেলা পর্যায়ে মা ও শিশুর সেবা নিশ্চিত এর পাশাপাশি গর্ভবর্তী মায়েদের গর্ভকালীন সময় পরিপূর্ন সেবা দেয়া সহজ হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সপ্রিয় বড়ুয়া, রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্জিতা চাকমা , পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহনেওয়াজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, রাঙ্গামাটি চেম্বারের এম,এ, কাসেম প্রমুখ। এছাড়া সভায় কর্মসূচী সম্পর্কে ধারণঅপত্র উপস্থাপন করেন ডা. হেলেন চাকমা।

Exit mobile version