parbattanews

নবীপ্রেম ছড়িয়ে দিতে সতীর্থদের নিয়ে ‘নাতে রাসূল’ গাইলেন মিসরীয় গোলরক্ষক

সতীর্থদের নিয়ে সম্মিলিত কণ্ঠে ‘নাতে রাসূল’ গেয়ে বিশ্বব্যাপী প্রচুর প্রশংসা কুড়াচ্ছেন বায়ার্ন মিউনিখের (যুবদল) মিসরীয় গোলরক্ষক মারওয়ান সালাহ।

রোববার আলজাজিরা জানায়, মারওয়ান সালাহদের ওই ‘নাতে রাসূল’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

নবীপ্রেম ছড়িয়ে দিতে প্রসিদ্ধ ইসলামী সঙ্গীত শিল্পী মাহির জেইনের ‘ইয়া নাবী সালামুন আলাইকা’ নাশিদটি গেয়েছেন তারা। ব্রাজিলে চলমান বায়ার্ন মিউনিখের ট্যালেন্ট ক্যাম্পের সতীর্থদের নিয়ে মারওয়ান সালাহ নাশিদটি গান।

মারওয়ান সালাহের জন্ম ২০০৪ সালে, মিসরে। খেলোয়াড়ি জীবন শুরু মিসরের আল আহলি এসসি ক্লাব থেকে। এখানে উদীয়মান দলে খেলেছেন ৮ বছর। ২০২০ সালে আল আহলি থেকে চলে আসেন। যোগ দেন দেশটির স্মুহা এসসি ক্লাবে। সেখান থেকেই সোজা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। গত শুক্রবার (১০ জুন) ক্লাবটির যুবদলে যোগ দেন মারওয়ান। দুই হাজার ছয় শ’ চারজন উদীয়মান গোলরক্ষকের মধ্যে বাছাইয়ে তৃতীয় স্থান অর্জন করেন ১৮ বছর বয়সী এই মিসরীয়।

সূত্র : আলজাজিরা

Exit mobile version