parbattanews

নবীপ্রেম ব্যাতিত পূর্ণ ঈমানদার হওয়া যায় না

222

নিজস্ব প্রতিবেদক :

ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাটিরাঙ্গার তাইন্দং এ বর্ণাঢ্য জশনে জুলুস ‌র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তাইন্দং ইউনিটের উদ্যোগে হাজারো নবী প্রেমিকের অংশগ্রহণে মঙ্গলবার সকালে তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে ‌র‌্যালি অনুষ্ঠিত হয়।

তাইন্দং ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তাইন্দং মোহাম্মদীয়া আলীম মাদ্রাসা ময়দানে গিয়ে র‌্যালি শেষ হয়। পরে মাদ্রাসা ময়দানে মাওলানা মো. আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাইন্দং মোহাম্মদীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আনম আবদুল করিম, ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির সভাপতি মাওলানা মো. আবদুল মোনায়েম, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন পোদ্দার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মো. নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী, সাবেক মেম্বার মো. তাজুল ইসলাম ও তাইন্দং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. শাহীন সরকার প্রমূখ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবীপ্রেম ব্যাতিত পূর্ণ ঈমানদার হওয়া যায় না। পূর্ণ ঈমানদার হওয়ার জন্য নবী করীম (স.) জীবনকে অনুসরণ করতে হবে। আর তাই আল্লাহ্ তায়ালা যুগে যুগে এমন মনীষী জমিনে প্রেরণ করেছেন যারা মুসলিম মিল্লাতের নবী প্রেমের মডেল হয়ে থাকে।

তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর নবীর আদর্শে আদর্শীত হয়ে হিংসা-বিদ্বেষ ভুলে জীবন গঠনের আহ্বান জানান।

ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত জশনে জুলুশ ‌র‌্যালি ও আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাত, তাইন্দং ইউনিটের নেতাকর্মী ছাড়াও আলে-ওলামাসহ বিভিন্ন মাদ্রাসার কয়েক‘শ শিক্ষার্থী স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

Exit mobile version