parbattanews

নাইক্ষংছড়িতে পানিবন্দী কয়েকটি গ্রাম

জমির উদ্দিন:

বান্দরবানের টানা বৃষ্টিপাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকটি গ্রামে মানুষ ১২ঘন্টা পানি বন্দী হয়েছিল। তবে বিকেলে পর পানি নামতে শুরু করেছে। এছাড়াও সড়ক ৯ ফুট পানি নিচে তলিয়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ির সাথে রামু ও অন্যন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিকাল থেকে পানি কমে যাওয়ার পর পূনরায় যানচলাচল শুরু হয়।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ি বড়ুয়া পাড়া, বাজার, উপজেলা পরিষদ চত্বর, বাইশারীসহ নিম্নঞ্চল এলাকায় পানি বাড়তে থাকে। এসময় এসব এলাকার লোকজন গরু, ছাগল, হাস, মুরগী অন্যত্র সরিয়ে নেয়। তবে দুপুরের পর থেকে পার্শ্ববর্তী বাকঁখালী ও নাইক্ষ্যংছড়ি খালে পানি কমতে শুরু করলে প্লাবিত নিম্মাঞ্চল থেকে পানি নেমে যায়। টানা ১২ ঘন্টার পানি বন্দীকালে কোথাও বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। দুপুরের দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে যেতে মাইকিং করা হয়।

Exit mobile version