নাইক্ষংছড়ির ৫ ইউনিয়নে গণটিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

fec-image

সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অথবা নির্ধারিত স্হানে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে।

শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী ইউনিয়ন পরিষদ সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে এ গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ জেট এম. সেলিম।

সরেজমিন ঘুরে ও বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে অনুষ্ঠিত টিকা কেন্দ্রে টিকা প্রদানকারী ও টিকা গ্রহণকারীদের সাথে কথা বলে জানা যায়- তারা ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের কথা শুনে আনন্দের সাথে টিকা গ্রহনের জন্য সকাল থেকে ভিড় জমায়। নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি সকলকে সচেতন করার কথাও জানান।

সরেজমিন পরিদর্শনে আরও জানা যায়, টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা দিতে পেরে তারা মহা খুশি। তবে মানুষের তুলনায় টিকা কম হওয়ায় অনেকে টিকা দিতে পারেন নি।

নাইক্ষংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পঃ পঃ কর্মকর্তা এ জেট এম ছলিম জানান, কোন ধরনের টিকার কমতি নেই। আগামী ১৪ তারিখ আবারও এ কার্যক্রম চলবে। সকলেই টিকা পাবে। কেউ বাদ যাবেনা।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন। উৎসব মুখর পরিবেশে টিকা গ্রহণ করেছে আমার ইউনিয়নের লোকজন। আমি টিকা কার্যক্রম গতিশীল করতে গ্রাম, পাড়া, মহল্লা, বাজার ঘাট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার প্রচারণা চালিয়েছি। লোকজন ও সাড়া দিয়েছে। তাছাড়া নির্বাহী ম্যাজিষ্ট টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন