parbattanews

নাইক্ষ্যংছড়িতে জাল টাকাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (৬ মে) বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার বামহাতি গ্রামের বনি আমিনের ছেলে মো. নিজাম উদ্দিন (২২)।

বিজিবর সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপি বিজিবির জোয়ানরা ফুলতলী গ্রামের পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহবাজ ব্যক্তির ব্যাগ তাল্লাশি করে ৩,৫১০০০ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা জাল টাকার নেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনায়ক ও জোন কমান্ডার লে কর্নেল মো. নাহিদ হোসাইন জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকায় মানবিক সহায়তা ও অস্ত্র, মাদক, চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার জাল নোটসহ এক যুবককে আটক করা হয়েছে।

Exit mobile version