parbattanews

নাইক্ষ্যংছড়িতে রেড় ক্রিসেন্টের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির আয়োজনে প্রকল্প অবহিতকরণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য।

উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুর্যোগকালে রেড়ক্রিসেন্টের কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কমিটি প্রথম ও পরিচিতি মূলক এ সভায় বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক জাহাঙ্গির আলম,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা,মহিলা ভাইস- চেয়ারম্যান শামিমা আক্তার গুন্নু,আইএফআরসির ডিআরআরের ম্যানেজার ওসমান গণি, ডিআরআর অফিসার নোবেল চাকমা ,রেড ক্রিসেন্টের বান্দরবান ইউনিট অফিসার নাসরিন আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, শিক্ষা অফিসার ত্রিরতণ চাকমা, উপজেলা সমবায় অফিসার ক্যবুহ্রী মার্মা, উপজেলা এলজিইডি প্রকৌশলী নজরুল ইসলাম, মৎস্য অফিসা মাকসুদ আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব আহ্বায়ক আবদুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, সদস্য আবদুর রশিদ ও যুব রেড়ক্রিসেন্টের মুমিনুল আলম মুমু প্রমুখ।

Exit mobile version