নাইক্ষ্যংছড়ি সীমান্তে কোটি টাকার বার্মিজ গরু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনার সোয়া কোটি টাকার অবৈধ পথের বার্মিজ গরু জব্দ করে বিজিবি। রোববার (১৮ জানুয়ারি) সকালের দিকে নাইক্ষংছড়ি জোনের আওতাধীন বাইশারী ইউনিয়ন মাল্টাবাগান এলাকা থেকে ৪২ টি বার্মিজ গরু জব্দ করেন তারা। তবে এ দ্রুত পালিয়ে যাওয়ায় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হন নি তারা।
বিজিবির সুত্রে জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমন কী শীতবস্ত্রও বিতরণ করে আসছেন এ ১১ বিজিবি কতৃপক্ষ। এরই ধারাবাহিকতায় রোববার সোয়া কোটি টাকার এ সব বার্মিজ গরু জব্দ করে রেকর্ট সৃষ্টি করেন বিজিবি।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস বিষয়টি রাত পৌঁণে ১০টায় ৪২টি জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

















