parbattanews

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবার গোলাগুলি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাইনছড়ি পয়েন্টে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে দেড় ঘণ্টা ব্যাপী এ গোলাগুলির ঘটনা ঘটে।

পাইনছড়ি গ্রামের একাধিক বাসিন্দা, কেয়ানো মার্মা, শফিক আহমদ, নুরুল ইসলাম ও রেজাউল করিম জানান, তারা প্রতিদিনকার ন্যায় সকাল ৮ টায় বাড়ি থেকে কাজে বের হলে হঠাৎ সীমান্তে ব্যাপক গোলাগুলি শুনতে পান।

এ সময় টানা ৭০ রাউন্ড গোলাগুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী । এর আগের দিন ১৪ মার্চ শুক্রবার ভোরে জামছড়ি পয়েন্টের ওপার থেকে বেশ গোলাগুলির শব্দ শোনা গেছে। যা আগের মতো বলে এপারের কারো তা তেমন গুরুত্ব পায়নি।

অপর দিকে মংডু জেলার উত্তরে বলিবাজার এলাকায় গত ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পূর্বের ন্যায় মিয়ানমার সামরিক যুদ্ধ বিমাণ হতে অনবরত ভারী অস্ত্রের গোলা বর্ষণ করা হচ্ছে বলে সূত্রে জানা যায় । হতাহতদের সঠিক তথ্য জানা যায়নি।

Exit mobile version